বুধবার, ১৫ মে ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

স্বদেশের জন্য জাগ্রত আছে হাজার সত্য কবি

স্বদেশের জন্য জাগ্রত আছে হাজার সত্য কবি

0 Shares

শিরিনা আফরোজ

গুনে গুনে বহুদিন
আমরা হয়েছি স্বাধীন।
শ্রমিকের রক্তে ঘামে
মা বোনের ইজ্জতের দামে
এ স্বাধীনতা হয়েছে কেনা।
সোনার অক্ষরে লেখা ইতিহাস
আমাদের মুক্তি যুদ্ধের চেতনা।
এই চেতনার মূলমন্ত্রে ছিলেন
রাজনীতির এক মহা কবি
চোখ বুঝলেই এখনও দেখি
১৫ আগস্টের কাল রাত্রি
দেখি ওই মহা মানবের প্রতিচ্ছবি।
বাংলার মানুষের মুক্তির জন্য
যে বাজি ধরেছিলো তার সবই।
বাঙ্কারে বঙ্কারে এখনও যেনো শুনি
নারী আর শিশুর আর্তনাদের ধ্বনি।
কেটে গেছে পাক্কা ৬০০ শত মাস
বাঙালী আর বাঙলার প্রত্যেকটি ঘরে ঘরে
প্রত্যেকটি মানুষের অন্তরে আজো জীবন্ত
সেই সংগ্রামের পূর্নাঙ্গ ইতিহাস।
এই মাটির পরতে পরতে আছে
ছড়ানো ছিটানো সোনা
বারংবার তাই এখানে বর্গী দিয়েছে হানা
সে সব প্রতিহত করে, বসন্ত এসেছে দ্বারে
এসেছে হেমন্ত গোলা ভরে উঠবে
সাফল্যের নতুন ধানে।
বাঙালী এবার শুধু সামনে এগুবে,
প্রতিষ্ঠিত হবে দুনিয়া জুড়ে
ছন্দময় জীবনে।
এই মাঠের হাল ধরেছেন বঙ্গবন্ধু কন্যা
সারা বিশ্বে প্রশংসিত তিনি এক অনন্যা।
আজও যারা মানচিত্রের কলঙ্ক হতে চাও
তোমরা কিছুতেই বাঙালী কিম্বা বাংলাদেশি নও। স্বদেশের জন্য জাগ্রত আছে
হাজার সত্য কবি
ইতিহাস হয়ে এঁকে যাবে যারা
সত্য যুগের ছবি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap