শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় পিরোজপুরের পৌর মেয়র ও তার স্ত্রীর আগাম জামিন

দুর্নীতি মামলায় পিরোজপুরের পৌর মেয়র ও তার স্ত্রীর আগাম জামিন

0 Shares

পিরোজপুর প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের মামলায় পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে ৫ সপ্তাহের আগাম দিয়েছেন হাইকোর্ট।রবিবার (২৮ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আওসাফুর রহমান বুলু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক।

গত ১৮ মার্চ দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় বরিশালে দুটি মামলা করেন। একটিতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বর্তমান পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে আসামি করা হয়।অপরটিতে জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগে পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর আবদুস সালাম বাতেন, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌরসভার সচিব মাসুদ আলমসহ নিয়োগ পাওয়া ২২ জনকে আসামি করা হয়। এর মধ্যে দুই মামলায় মেয়র হাবিবুর রহমান মালেক এবং এক মামলায় তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap