শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

বৃদ্ধার নাকে শতাধিক পোকার বাসা কি বললেন চিকিৎসক

বৃদ্ধার নাকে শতাধিক পোকার বাসা কি বললেন চিকিৎসক

বৃদ্ধার নাকে শতাধিক পোকার বাসা কি বললেন চিকিৎসক

0 Shares

ইন্দুরকানী বার্তা ডেস্ক :
বরিশালে ৯৫ বছর বয়সী এক বৃদ্ধার নাকে পোকা বাসা বেঁধেছে। তার নাকে অস্ত্রোপচার করে প্রায় শতাধিক পোকা বের করা হয়েছে।

শনিবার রাতে নগরীর রয়েল সিটি হাসপাতালে কুমুদিনী বালা নামের ওই বৃদ্ধার অস্ত্রোপচার সম্পন্ন হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের ৪০৯ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

কুমুদিনী বালা পটুয়াখালী সদর উপজেলার কাকড়াবুনিয়া এলাকার মৃত অমূল্য চন্দ্র হালদারের স্ত্রী।

কুমুদিনী বালার ছেলে মন্টু হালদার বলেন, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল আমার মা। সম্ভবত কয়েক মাস আগে অসচেতনতাবশত তার নাকে মাছি ঢুকে ডিম পাড়ে। গত শনিবার সকালে তার নাক থেকে পোকা পড়তে দেখে তাকে পটুয়াখালীর প্রাইম ডায়াগনস্টিক ক্লিনিকে নেয়া হলে সেখানকার চিকিৎসক বরিশালে ভর্তি করার পরামর্শ দেন।

পরে তাকে রয়েল সিটি হাসপাতালে ওইদিনই ভর্তি করা হলে রাতে ডা. খান আব্দুর রউফ অস্ত্রোপচার করে শতাধিক পোকা বের করে। পরে আরও কিছু বের হয়।

রয়েল সিটি হাসপাতালের নাক, কান, গলা, ঘার ও মাথা বিশেষজ্ঞ খান আব্দুর রউফ জানান, নাক বা কান অপরিষ্কার থাকলে মাছি বা মশা সেখানে বসে ডিম পেড়ে বংশবিস্তার করে এমন রোগ হয়। এই সিজনে মশারি ছাড়া ঘুমানো ভালো না। যাদের স্বাস্থ্য সচেতনতা কম তাদেরই এমন হতে পারে। এই রোগের সিজনটাই এখন।

এখানে যে রোগী ভর্তি হয়েছেন সেই রোগী বাসায় থাকে। তাকে টেক কেয়ারের লোক নেই। মাছি নাকের মধ্যে ঢুকে ডিম পেড়ে এই সমস্যা হয়েছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap