বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন

কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম

কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম

0 Shares

ইন্দুরকানী বার্তা ডেস্ক :
টাঙ্গাইলে নতুন পেঁয়াজ বাজারে উঠায় কেজিতে ১০ টাকা কমেছে দাম/টাঙ্গাইল পার্কের বাজার থেকে তোলা ছবি

টাঙ্গাইলে নতুন পেঁয়াজ বাজারে উঠায় কেজিতে ১০ টাকা কমেছে দাম। এতে খুশি ক্রেতারা। দুই সপ্তাহের ব্যবধানে ৪০ টাকার পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারিতে বিক্রি হয় ২৫-২৭ টাকা।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। পাশাপাশি কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) টাঙ্গাইল পার্কের বাজারে গিয়ে দেখা গেছে, বগুড়া ও সিরাজগঞ্জসহ কয়েকটি জেলার পাইকারি ব্যবসায়ীরা বাজারে পেঁয়াজ বিক্রি করতে এসেছেন। দাম কম হওয়ায় হতাশ তারা। তবে ক্রেতারা তুলনামূলক বেশি। এই বাজারে প্রতিদিন ১০ ট্রাক পেঁয়াজ বিক্রি হয়।

জানা গেছে, গত বছর রোজার আগে পেঁয়াজের ঊর্ধ্বগতি থাকলেও এবছর পেঁয়াজের বাজার স্বাভাবিক আছে। গত বছর এই সময়ে পেঁয়াজের কেজি ৬০-৬৫ টাকা ছিল। এবার ৩০ টাকার মধ্যেই রয়েছে। এজন্য বেশি করে পেঁয়াজ কিনছেন কেউ কেউ।

টাঙ্গাইল পার্কের বাজারে পেঁয়াজ কিনতে আসা ইলিয়াস হোসাইন বলেন, এখন পেঁয়াজের দাম কম। নতুন পেঁয়াজ আসায় দাম কমেছে। তবে রোজায় বেড়ে যাওয়ার আশঙ্কায় বেশি করে পেঁয়াজ কিনছি।

মুবারক হোসেন বলেন, বিশেষ করে রোজায় পেঁয়াজের দাম বেড়ে যায়। গত বছরও পেঁয়াজ বেশি দামে কিনতে হয়েছে। তবে এবার বাজারে পেঁয়াজের দাম কম।

সিরাজগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ী ইকবাল গফুর বলেন, পেঁয়াজের দাম কম। এতে লোকসানে পড়তে হবে। পরিবহন খরচ বেশি হওয়ায় পেঁয়াজে লাভ তো দূরের কথা চালান তোলাই দায়।

বগুড়া থেকে আসা ব্যবসায়ী মোছলেম ও সাহেব আলী জানান, বাজারে নতুন পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমেছে। দুই সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজের দাম বেশি ছিল। বর্তমানে কেজি প্রতি দাম কমেছে ১০ টাকা। এতে লোকসানে পড়তে হবে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap