শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

বাসে উঠলে আজ থেকে মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি

বাসে উঠলে আজ থেকে মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি

0 Shares

ইন্দুরকানী বার্তা ডেস্ক :
প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ সংক্রমণ ও মৃত্যুতে ফের নড়েচড়ে বসেছে সরকার। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা ও ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন এবং সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করাসহ ১৮টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার।

বিআরটিএ বলছে, সরকারি সে নির্দেশনার আলোকে আজ বুধবার(৩১ মার্চ) থেকে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পাচ্ছে ৬০ শতাংশ। গত ২৯ মার্চ গণপরিবহন মালিকদের সাথে বৈঠক করার পর এ সংক্রান্ত একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর পর প্রজ্ঞাপন জারি হওয়ায় তা আজ থেকে কার্যকর হচ্ছে। করোনার সংক্রমণ বাড়ায় গত বছর ৩১ মে বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বলছে, গণপরিবহন চালাতে ও চলতে গেলে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি ও শর্তাদি প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি
বিআরটিএ এর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ আব্দুর রাজ্জা্ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়-

১. ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না
২. বিদ্যমান ভাড়ার অতিরিক্ত ৬০ শতাংশের বেশি ভাড়া নেওয়া যাবে না
৩. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে; প্রয়োজনে বন্ধ রাখতে হবে
৪. গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেল্পার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে
৫. যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে
৬. বাসে ওঠার ও নামার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে
৭. গণপরিবহনের জন্য প্রযোজ্য অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে;
৮. এ নির্দেশনা ৩১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহের জন্য) বলবৎ থাকবে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap