সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

অস্ত্র-গুলিসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসক দম্পতি আটক

অস্ত্র-গুলিসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসক দম্পতি আটক

অস্ত্র-গুলিসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসক দম্পতি আটক

0 Shares

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ চিকিৎসক দম্পতিকে আটকে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিয়ম ভঙ্গ করায় তাদের বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাধারণত অস্ত্র-গোলাবারুদ বহন করলে বিমানবন্দরে প্রবেশের আগেই ঘোষণা (ডিক্লেয়ার) দিয়ে সুনির্দিষ্ট প্রক্রিয়া মানতে হয়। কিন্তু তারা ঘোষণা দেননি। স্ক্যানিংয়ে অস্ত্র ধরা পড়লে তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, চিকিৎসক দম্পতি সকাল ৯টার একটি ফ্লাইটে যশোর যাচ্ছিলেন। তাদের কাছ থেকে একটি লাইসেন্স করা পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, ওই চিকিৎসক দম্পতি পুলিশের কাছে দাবি করেছেন, তাদের অস্ত্রের ঘোষণা দেওয়ার কথা মনে ছিল না। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap