শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

পিরোজপুরে ১২ জন অসহায় নারীকে সেলাই মেশিন দিল স্বেচ্ছাসেবী সংগঠন এইচ.ডি.টি

পিরোজপুরে ১২ জন অসহায় নারীকে সেলাই মেশিন দিল স্বেচ্ছাসেবী সংগঠন এইচ.ডি.টি

0 Shares

নিজস্ব প্রতিনিধি

তিন সন্তানের জননী রূপা বেগম। স্বামী মারা গেছে গেল ২ বছর আগে। তাই ৩টি সন্তান নিয়ে দিশেহারা এখন তিনি। ঠিকমত তিনবেলা খাবার জোটেনা পরিবারটির। দীর্ঘদিন দ্বারে দ্বারে ছোটাছুটি করেও কোন কাজ খুঁজে পাননি তিনি। সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটত তার। রুপার মত অসহায় এমন ১২ জন খেটে খাওয়া নারীকে সেলাই মেশিন দিয়ে সাবলম্বী হওয়ার পথ করে দিল সেচ্ছাসেবী সংগঠন হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচ ডি টি)। সেলাই মেশিন পেয়ে খুশিতে আত্মহারা রুপারা।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে অসহায় ১২ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা পারভিন, সহকারী কমিশনার মোঃ আল এমরান খান, এইচডিটির পরিচালক মেহেদী হাসান, বাবুই সমাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান, প্রাণফোঁটার পরিচালক ম. শহিদুল্লাহ, সদস্য মশিউর শান্ত, বিজয় নিশানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজুর রহমান, রুপসি বাংলার কো-অর্ডিনেটর আলতাফ হোসেন, রক্তের বন্ধন এর সদস্য নাজমুল হাসান, কলাখালী যুব সংগঠনের পরিচালক রানেল প্রমুখ।

জে/২২ এপ্রিল





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap