শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:০০ অপরাহ্ন

মাস্ক কেনার সামর্থ্য নেই তাই মুখে পাখির বাসা বেঁধে অফিসে

মাস্ক কেনার সামর্থ্য নেই তাই মুখে পাখির বাসা বেঁধে অফিসে

মাস্ক কেনার সামর্থ্য নেই তাই মুখে পাখির বাসা বেঁধে অফিসে

0 Shares

মাস্ক কেনার সামর্থ্য নেই। কিন্তু কাজে অফিসে যেতে হবে। আবার অফিসে রয়েছে মাস্ক পরার মতো আরও নানা স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা। তাই মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে গেছেন মেকালা কুরমায়া নামের এক বৃদ্ধ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মেকালা কুরমায়া দক্ষিণ ভারতের তেলেঙ্গানা প্রদেশের মাহবুবনগর জেলার চিনামুনুগল চাদ এলাকার বাসিন্দা। পেনশন নিতেই সম্প্রতি মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে যেতে হয়েছিল তাকে।

ভারতজুড়ে করোনাপর প্রকোপ এখন চরমে। অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গানাতেও সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। তেলেঙ্গানার রাজ্য সরকার এ মাসের শুরুতে জনসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ দিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তেলেঙ্গানা সরকারের আদেশে বলা হয়েছে, মাস্ক না পরলে এক হাজার রুপি জরিমানা করা হবে।

কুরমায়া জানতেন, মাস্ক ছাড়া তাকে সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু মাস্ক কেনার সামর্থ্য না থাকায় তেলেঙ্গানা থেকে তিনি মাস্ক হিসেবে এক ধরনের পাখির বাসা ব্যবহার করেন। সেই ‘মাস্ক’ পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে কথা বললে, সরকারি অফিসগুলোতে বিনামূল্যে মাস্ক দেওয়ার পরামর্শ দেন বৃদ্ধ মেকালা কুরমায়া। যারা মাস্ক কিনতে পারেন না, তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতেও অনুরোধ জানান তিনি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap