শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

বৃষ্টির অপেক্ষা

বৃষ্টির অপেক্ষা

0 Shares

বৃষ্টির অপেক্ষা
শিরিনা আফরোজ

তোমার আকাশে ঝড় বৃষ্টি
আমার আকাশ ক্ষিপ্ত।
তোমার চারপাশে বসন্ত বাতাস
আমার চারপাশ উতপ্ত।
একই দেশে ভিন্ন নিয়ম
হবার কথা নয়,
তবু বিধাতার মর্জি বলে মেনে নিতে হয়।
আমার প্রকৃতি ভিশন ক্ষেপেছে
পুড়ছে খড়তাপে।
জানি না কোন অভিশাপে
রয়েছে রুদ্র রুপে।
চাতকের সমান অপেক্ষায় আছি
বৃষ্টি কখন আসে।
ধরো, ধরে নিলাম পাঠিয়ে দিয়েছো
অবিরাম ভালোবেসে।
আমার আকাশ ভিশন রেগেছে
তাপদাহে ভরা রুপ।
কৃষক, শ্রমিক মুটে ও মজুর
কষ্ট পাচ্ছে খুব।
আয় বৃষ্টি আয়রে এবার
অভিমান ভেঙে আয়।
বহু বুবুক্ষ নাড়ছে কড়া
তোর শক্ত দরজায়।
ফসলের মাঠ শুকিয়ে কাঠ
বৈশাখি ফল ঝরছে।
পাখ পাখালী, চাতক চাতকীও
বৃষ্টি বৃষ্টি করছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap