শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

মিনার নির্মানের কাজ করতে গিয়ে প্রান গেল রাজমিস্ত্রীর

মিনার নির্মানের কাজ করতে গিয়ে প্রান গেল রাজমিস্ত্রীর

কাউখালীতে একটি সেতুর অভাবে দুর্ভোগে হাজার মানুষ

0 Shares

মে দিবসে কাজ করতে গিয়ে প্রান গেল লিনচান (৩০) নামের এক রাজমস্ত্রীর। পিরোজপুরের স্বরূপকাঠির ছারছীনা দরবার শরীফের নির্মানাধীন মিনার থেকে পড়ে ওই রাজমিস্ত্রীর মুত্যু হয়। শনিবার বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে ছারছিনায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত লিনচান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের ওয়াহিদ গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী নির্মান শ্রমিক নাইম জানান, লিনচান মিনারে কাজ করার এক পর্যায়ে ১৭০ ফুট উচু থেকে ১২০ ফুট নিচের ধাপে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। শ্রমিকরা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকৎসক লিনচানকে মৃত ঘোষনা করেন। জরুরী বিভাগের চিকিৎসক ডা.সামান্তা ইসলাম জানান হাসপাতালে আনার আগেই তার মুত্যু হয়েছে। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সুরাতহাল শেষে ময়নাতদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap