শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

ফিলিস্তিন পাড়ায় ভারি হচ্ছে লাশের মিছিল

ফিলিস্তিন পাড়ায় ভারি হচ্ছে লাশের মিছিল

0 Shares

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। মঙ্গলবার (১৮ মে) রাতেও চলে হামলা।
বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ আর আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইহুদি বাহিনীর আগ্রাসন চলছেই।
ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই ফিলিস্তিন পাড়ায় ভারি হচ্ছে লাশের মিছিল। বাড়ছে নিষ্পাপ শিশুদের প্রাণহানি। শেষ খবর পাওয়া পর্যন্ত ইহুদি বর্বরতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জনে। যার মধ্যে শিশুই ৬৩ জন।
এ পর্যন্ত আহত হয়েছেন প্রায় দেড় হাজার নিরীহ ফিলিস্তিনি। যারমধ্যে সাড়ে ৩শ’ নিষ্পাপ মুখ। প্রাণে বাঁচতে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নিলেও ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই মিলছে না।
হামাসের গোপন সুরঙ্গ লক্ষ্য করে হামলা চালানোর কথা বলা হলেও রক্ষা পায়নি আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা রেড ক্রিসেন্টের কার্যালয়।
গাজার পাশাপাশি এবার লেবাননে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। রকেট হামলার অভিযোগে লেবানানের দক্ষিণ সীমান্তে ২২টি রকেট শেল নিক্ষেপ করে ইহুদি বাহিনী। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap