বুধবার, ১৫ মে ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

তোমার জন্য

তোমার জন্য

0 Shares

তোমার জন্য
শিরিনা আফরোজ

বলছিনা তুমি জীবনে থাকো
নিয়ম করে, খাবার টেবিলে, অভাবে
অভিযোগে,দুঃখে, কষ্টে, অন্ধকারে
অথবা চাওয়া পাওয়ার হিসেবে
বা ঝরে যাওয়া কথা গুলো
জমিয়ে রাখার জন্য।
শুধু বলছি থেকো আর দশজন
সাধারন মানুষের মতো
যদি একটা ভালো মন থাকে ছলনা হীন
নদীর মত শান্ত, আকাশের মত স্নিগ্ধ
মানবিক, তবেই আমি ধন্য।
থেকো পরিচ্ছন্ন স্বর্গের পারিজাত ফুলের মত
মনের একান্ত ব্যক্তি গত প্রকোষ্ঠে
অন্ততঃ শ্রদ্ধায় ব্যক্তিত্বে হয়ে অনন্য।
প্রত্যেকটা মানুষের জীবনে
একটা গোপন থাকে, একটা দৃষ্টান্ত থাকে
যাকে আগলে এগিয়ে নেয় জীবনটাকে।
তোমাকে দেইনি কিছু, ফুল অথবা স্বপ্ন
দেইনি দামি উপঢৌকন বা কোন রত্ন
মন তবু বলে যা কিছু আবেগ আর
স্বচ্ছ অনুভুতি আমার সবটুকুনই
তোমার সৌজন্য।
যদি এর নাম হয় ভালোবাসা
সেই ভালোবাসায় মনের অজান্তেই
আমি হয়ে উঠি বন্য……





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap