শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

মানুষ কেন এমন হয়

মানুষ কেন এমন হয়

0 Shares

মানুষ কেন এমন হয়
শিরিনা আফরোজ।

মানুষ কেন এমন হয়!
গির গিটির থেকেও বেশি রঙ বদলায়।
স্বার্থের কারনে মানুষ প্রতিশ্রুতি দেয়।
সময়ের ব্যবধানে আবার তা ভুলেও যায়
জানিনা মানুষ কেন এমন হয়।
তুমিও বদলে গেছো বেশ,
অথচ আগের মতোই আছে মৃত্তিকার স্বদেশ।
দু চোঁখে অপলক আছে পুরানো সব স্মৃতি
গোধুলি বিকেল আর সাদা মেঘের দ্যূতি।
কবিতায় কবিতায় কত বসন্ত মেলা,
কফি হাউজের আড্ডায়,পড়ন্ত বেলা।
আজ সব ভুলে যাওয়া ফেলে আসা সুর
পুরানো সে দিনের স্মৃতি বেদনা বিদূর।
ভুলতে আমিও চাই ভোলা নাহি যায়
সময়ের স্বাক্ষী শুধু পুরানো সময়।
সত্যি বুঝিনা কেন মানুষ এমন হয়
গিরগিটির থেকেও বেশি রঙ বদলায়।
তুই, তুমি , আমি ছিলাম এক ফুলের মালা
আজ কেবল যোযন দূরত্ব ভুলে যাওয়ার পালা।
সুদিনের মিছে আশা মিছে এই কাব্য
একা একা চলে যাওয়া বাস্তব ভবিতব্য।
তবু মনে যদি পরে কোন বাদল দিনে
সুর তুলে দেখিস সেই পুরানো বীনে
তোরা ডাক দিলে,বর্তমান পিছনে ফেলে
ঠিক পৌঁছে যাবো।
পূর্ন পূর্নিমার তারা ভরা রাতে
হাস্যোজ্জ্বল আকাশের চন্দ্রিমার সাথে।
আগের মতই রাতভর জেগে রবো।
কিন্তুু এ বদলে যাওয়া সময় জানি
তা আর সম্ভব নয়
গির গিটির থেকেও বেশি আজকাল
মানুষের রঙ বদলায়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap