শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে পিরোজপুরে ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে পিরোজপুরে ব্যাপক ক্ষতি

0 Shares

ইন্দুরকানী বার্তা:
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত বুধবার ও বৃহস্পতিবার দুদিনের অস্বাভাবিক জোয়ারের পানিতে পিরোজপুর জেলায় মাছের ঘের, আউশ ধান, বীজতলা, সবজি ক্ষেত কাঁচাপাকা রাস্তাঘাট এবং বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে।
পানির নিচে অসংখ্য গ্রাম, শিশুসহ চার জনের প্রাণহানি
এছাড়া জেলার সাত কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। অপরদিকে নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙ্গনের সৃষ্টি হয় পানি সহজে লোকালয়ে ঢুকে পড়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে জেলার ৫৯৬ হেক্টরের ২১৫৭টি মাছের ঘের তলিয়ে গেছে। এতে পাঁচ কোটি ৬০ লাখ টাকার মাছ ভেসে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবে মওলা মো. মেহেদী হাসান জানান, বিভিন্ন বাঁধের চারটি পয়েন্টে ভেঙে জোয়ারের পানি ভেতরে প্রবেশ করায় ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে হুলারহাট-ইন্দুরকানী বাঁধের ৩ বিলোমিটার, মঠবাড়িয়ায় বিভিন্ন নদ-নদীর প্রায় সাড়ে ৩ কিলোমিটার এবং অন্যান্য স্থানে ৭৮০ মিটার ভাঙন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক চিন্ময় রায় জানান, ১৬৭ হেক্টর আউশ বীজতলা, ৭৩১৮ হেক্টর আঊশ আবাদ, ১৩৩৫ হেক্টর বিভিন্ন জাতের সবজি, ১৪১ হেক্টর পান, ১৬৫ হেক্টর কলা, ৮ হেক্টর পেঁপে, ১৮ হেক্টর মরিচ, ১৫ হেক্টর হলুদ, ৫ হেক্টর আদা, ১ হেক্টর তিল, ১৬৬ হেক্টর পাট এবং ৫ হেক্টর ভুট্টা ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পানিবন্দি মানুষদের মাঝে খিচুড়িসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার পরিবেশন করা হয়েছে।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ খাবার বিতরণ করেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap