সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

একদিন ঠিক বুঝবে

একদিন ঠিক বুঝবে

একদিন ঠিক বুঝবে
শিরিনা আফরোজ

হয়তো একদিন সবটাই ঠিক বুঝবে।
কতেটা বিশ্বাস করেছিলাম ,
কতোটা ভালোবেসে ছিলাম,
কতোটা কাছে এসেছিলাম।
আর কতোটা অভিমানেে গল্পটা
অসমাপ্ত রেখে চলে এসেছিলাম!
যদি বিধাতা সচেতন জ্ঞান দেন
তবে কোথাও না কোথাও
আমাকে তুমি ই খুঁজবে।
তোমার এখন ছদ্মবেশ
এমন বেশে দেখিনি কখনও আগে
নিজেও জানোনা এমন বেশে
কতোটা অচেনা লাগে।
আর এই আমার একটু একটু দূরে
সরে যাওয়া অভিমানে অনুরাগে।
জানবে যেদিন সত্য আমার
নিরব অশ্রু মুছবে।
আমাকে ই তুমি খুঁজবে।
হাজার বাঁধার দেয়াল টপকে
যখন আমি এসেছিলাম।
ছলনার জালে হরেক রঙের
ফুল পাখিদের দেখেছিলাম।
টের পাওনি নিরবে নিঃশব্দে
আমার চলে আসা
কারন তোমার চার পাশে
কতো কোকিলের বাসা।
জানবে যখন সব জেনেছি
নিজেই চমকে উঠবে।
সোনার হরিন খুঁজতে গিয়ে
মায়ায় দিলে বলি।
ফোটার আগেই শ্বেত পদ্মের
কলি নিয়েছো তুলি।
চিরো অস্থির তুমি
স্থীরতায় পরবে বাধা কি করে?
স্বপ্ন চূরির পান্ডুলিপি
ঝড়েই গেলো উড়ে।
আজ না হয় বেহুঁশ আছো
হুশে যেদিন ফিরবে।
এই আমাকেই মনে পরবে।
চিনতে পারোনি যারে
আজব এ সংসারে,
চেনাবার দায় তার নয়।
সময় চলে আপন খেয়ালে
আঘাতে আঘাতে মাটির মনুষও
পাথরে পরিনত হয়।
জানি এ বিশ্ব সংসার
সবাইকে দেয়না সব ধরনের সুখ
সুখী না হওয়াটা কারো কারো
জীবনের চিরোস্থায়ি অসুখ।
অমাবস্যার আকাশে
পূর্ণিমা চাঁদ কি করে ই বা উঠবে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD