শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

স্থগিত থাকা ইউপি নির্বাচন এখনই নয়; দায়িত্বে থাকবেন বর্তমান জনপ্রতিনিধিরা

স্থগিত থাকা ইউপি নির্বাচন এখনই নয়; দায়িত্বে থাকবেন বর্তমান জনপ্রতিনিধিরা

0 Shares

অনলাইন ডেস্ক:
মহামারি করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতি অবনতির কারণে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিরাই দায়িত্বে থাকবেন।
সোমবার (২৮ জুন) রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার সচিব।
গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিলো। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। করোনা পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। এরপর গত ৩ জুন ভোটের তারিখ পুনঃনির্ধারণ করে ২১ জুন করা হয়।

তবে সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় ১৬৭ টি ইউপির ভোট স্থগিত করা হয়। বাকি ২০৪টি ইউপিতে গত ২১ জুন ভোট অনুষ্ঠিত হয়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap