সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন এবং একই দিন পজেটিভ হয়েছে ৮৩ জন। সোমবার এ তথ্য নিশ্চিত করেন পিরোজপুর সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসুফ জাকি।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদরে ৮ জন, নেছারাবাদে ২৪ জন,কাউখালীতে ৮ জন,ভান্ডারিয়ায় ২৩ জন,মঠবাড়িয়ায় ৯ জন এবং নাজিরপুরে ১১ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পিরোজপুর সদর উপজেলায় একজন এবং ভান্ডারিয়ায় একজন মারা গেছেন।
এনিয়ে জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 2499 জন এবং মারা গেছেন 40 জন।