শনিবার, ১১ মে ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

ছেলে-মেয়েদের ফেসবুক আসক্তি কমাতে হবে -অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম

ছেলে-মেয়েদের ফেসবুক আসক্তি কমাতে হবে -অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম

0 Shares

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ছেলে-মেয়েদের ফেসবুক আসক্তি কমাতে হবে। বর্তমানে ছেলে-মেয়েরা এমনভাবে ফেসবুকে আসক্ত হয়ে পড়েছে বাবা-মা, পাড়াপ্রতিবেশির প্রতি তাদের কোন খেয়াল নেই। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়, কোথায় বাড়ি কোথায় ঘর কোন খবর নাই। আর এ ফেসবুকে পরিচয়ের মাধ্যমে অনেক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। যার ফলে অনেক নামি-দামি পরিবারও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন হয়েছে। তাই শুরু থেকেই এ বিষয় খেয়াল রাখতে হবে। তিনি শুক্রবার জুম্মার নামাজ আদায় পূর্ব মুহূর্তে উপজেলার বড়মাছুয়া বাজার জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা রয়েছে। সে নির্দশিকা অনুযায়ী চলতে হবে। ইচ্ছে করলেই লাইক-কমেন্টস, শেয়ার করা যাবে না। এ সময় তিনি মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, সমাজকে পরিশুদ্ধ করতে হবে। তাই আমাদের কোরআন হাদিস মানা ছাড়া কোন উপায় নেই। করোনা মহামারীতে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি এলাকায় মাদক ও চুরি-ডাকাতি রোধে সকলকে সর্তক থাকার আহবান জানান। এ সময় বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মোঃ নাসির হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap