শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

ডি মারিয়ার গোলে আর্জেন্টিনার জয়

ডি মারিয়ার গোলে আর্জেন্টিনার জয়

0 Shares

ক্রীড়া ডেস্ক:
অবশেষে ঘুচলো আক্ষেপ। ২৮ বছরের আক্ষেপ। ১৯৯৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক কোনো ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। এরপর আর কোনো ট্রফির দেখা মেলেনি। ট্রফি খরা কাটলো লিওনেল মেসিরও। ক্যারিয়ার জুড়ে ছিল আক্ষেপ। এবার সেটা মিটলো ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে।

রোববার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ট্রফি নিশ্চিত করে আর্জেন্টিনা। জয়ের নায়ক ডি মারিয়া। রেনান লোদির ভুলে ডি মারিয়া এডারসনকে ফাঁকি দিয়ে ব্রাজিলের জালে বল জড়ান। ব্রাজিল ডিফেন্সের ওপর দিয়ে ডি পলের শট প্রথম সুযোগেই নিজের আয়ত্বে নেন ডি মারিয়া; লোদি থাকলেও তিনি রক্ষা করতে পারেননি।

একা এডারসনকে ফাঁকি দিতে সমস্যা হয়নি অভিজ্ঞ ডি মারিয়ার। তিনিই প্রথম আর্জেন্টিনা ফুটবলার যিনি ২০০৪ সালের পর কোপার ফাইনালে প্রথম গোল করেন। ব্রাজিল আর সেই গোলের শোধ করতে পারেনি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap