শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১১ অপরাহ্ন

পিরোজপুর সদর ও ইন্দুরকানীর বালিপাড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যের শপথ গ্রহণ

পিরোজপুর সদর ও ইন্দুরকানীর বালিপাড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যের শপথ গ্রহণ

0 Shares

ইন্দুরকানী বার্তা :
পিরোজপুরের পিরোজপুর সদর ও ইন্দুরকানী উপজেলায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ৫ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ৪৫ সাধারণ সদস্য এবং ১৫ সংরক্ষিত (মহিলা) সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা অডিটরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউপি চেয়ারম্যান মো. হেদায়েতুল ইসলাম কিরণ, শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়নের মো. আজমীর হোসন মাঝি, কদমতলা ইউনিয়নের মো. শিহাব উদ্দিন শেখ, টোনা ইউনিয়নের মো. ইমরান আলম খান খান হারুন এবং ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের কবির হোসেন বয়াতি।

পরে পৃথকভাবে ৫ ইউনিয়নের নির্বাচিত ৪৫জন সাধারণ পুরুষ সদস্য ও সংরক্ষিত আসনের (মহিলা) ১৫জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এবং ইন্দুকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম।

শপথ গ্রহন শেষে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে এবং সদর সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথির জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান।

আরও বক্তব্য রাখেন, সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন, ফয়সাল মাহবুব শুভ, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, শিউলি পারভীন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap