বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎপৃষ্টে হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জানা য়ায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার গান্ডতা গ্রামে মোজাম্মেল হক (৬০) নামে এক বৃদ্ধ বাড়ির কাছে টানা বর্ষণের ফলে একটি গাছ হেলে পড়ে গেলে তিনি সেই গাছের ডাল কাটতে ছিল। গাছের ডালটির পাশেই বিদ্যুতের লাইনে স্পর্শ করলে সাথে সাথেই সে বিদ্যুৎতায়িত হয়ে নিচে পড়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে কাউখালী হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বৃদ্ধ মোজাম্মেলকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কাউখালী পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দ্রের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রাহক পর্যায়ে কোনো গাছ কর্তন হলে বিধি মোতাবেক অভিযোগ কেন্দ্রে জানানোর কথা। পল্লী বিদ্যুৎ অফিসে না জানিয়ে কেউ গাছ কাটছে কিনা আমার জানা নেই।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার্স ইনচার্জ বনি আমিন জানায়, থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।