সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

নয়া ইতিহাস

নয়া ইতিহাস

0 Shares

নয়া ইতিহাস
শিরিনা আফরোজ

হায়রে নগরী!
তোর ভগ্নবুকে,
কতশত কষাঘাত
করে যায় লোকে।
শ্রমিকের রক্ত ঘামে,
অসহায় জীবনের দামে
রক্ত চোষার গোলায়
কেবল টাকার পাহাড় জমে
এ শহর কিন্তুু ধ্বংস বার্তা
দিয়েছিলো বহু আগে
তবু তোর অঙ্গে,কতো কি রঙ্গে
জাকিয়ে বসেছে তাঁরা বিলাসী ভোগে।
অনাগত সন্ধ্যার আভাসে,
চিড়িয়া খানার অসহায় প্রান গুলোও
যেনো ব্যঙ্গ করে হাসে।
ভোরের বাতাসে প্রলয় বার্তা
বিষাদের হাওয়া হয়ে আসে।
কবি ও কবিতার শরীর রক্তময়
বিষাক্ত ধোয়া, বায়ুদূষন,পানিদূষন,
জানজট, হরেক রকম মৃত্যুভয়
এই নিয়ে সুবেহ সাদিক
এই নিয়েই সর্যোদয়।
যেখানে যেমন খুশি নিষিদ্ধ আয়োজন
কেউ ভাঙে, কেউ গড়ে,
কেউ কারো পোড়ে মন।
কেউ থাকে প্রাসাদে
কারো জায়গা ফুটপাত
মদ শিসায় ডোবে কেউ,
কেউ খাটে দিন রাত
কিশোরীর স্বপ্নদিন
পিশে যায় মেশিনে
বিরহী নোনাজল
ধুঁয়ে যায় বেসিনে
গলে যায় পঁচে যায়
বেওয়ারিশ কত লাশ
টাকা হলে চাপা রয়
ছোট বড় সন্ত্রাস।
প্রকৃতি মাঝে মাঝে
হয়ে পরে রুষ্ট
মানুষ ই ভোগ করে
অভিশাপি কষ্ট।
দানবের কবলে পরে
মানবিকতা মার খায়
সুসময়ের টুটি চেপে
তেড়ে আসে দুঃসময়।
গাড়ি বাড়ে, বাড়ি বাড়ে
মানুষ বাড়ে দিন দিন
মনুষত্ব কমে গিয়ে
মানুষ যেনো ইন্জিন।
গুনিরা পায়না কদর
দালালের দাপটে
প্রতিভা চাপা পরে
অভিমানী কপাটে।
এ শহর যেমন ছিলো
তেমন ই দাড়িয়ে ঠাঁয়
কিছু মানুষ শহরটার
ঐতিহ্য খুবলে খায়।
সু সময় এসে গেছে
আর নয় পরিহাস
এ শহর বাঁচবে সুখে
হবে নয়া ইতিহাস।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap