সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

সোনার বাঁশি

সোনার বাঁশি

0 Shares

সোনার বাঁশি
শিরিনা আফরোজ

খুব ইচ্ছে করে,
যেতে ওই দূর পাহাড়ে,,
গুচ্ছ গুচ্ছ ব্লিডিং হার্ট দিয়ে
সাজানো পাহাড়ের কোলে
যেখানে মাইলের পর মাইল
নেপিয়ার ঘাস দোলে,
প্রজাপতি রাশি রাশি
মন চায় ঘুরে আসি!

খুব ইচ্ছে করে যেতে
ওই সমুদ্র তীরে,
গভীর রাত অব্দি ডেউয়ের
সাথে যে গর্জন আসে ফিরে,
চাঁদের আলোয় সাগর জলের
আছড়ে পরা রুপোলী যে হাসি
ভিষন রকম ভালোবাসি।

ইচ্ছে করে পাখির সাথে
উড়ে আসি আকাশটাতে।
মেঘের সাথে , বকের সাথে
আওয়াজ শুনি কান পেতে।
এই নিত্য দিনের আশঙ্কা, ভয়
কত হিংস্রতা লয় প্রলয়
হিংসে বিদ্বেষ
ভাঙনের গান অবিনাশি
আর লগেনা ভালো
এবার যেন টানছে রাখাল
বাজিয়ে সোনার বাঁশি।

অথচ আজ ইচ্ছে গুলো,
লোহার খাঁচায় বন্দি
হর রোজ কত প্রতিবন্ধকতার সাথে
পাওয়া না পাওয়ার সন্ধি।
জীবন নামের নাট্যমঞ্চে
মেলাতে হয় সময়ের তালে তাল
এ ভাবেই কাটে একটা জীবন
কেটে যায় মহাকাল।
তবুও স্বপ্ন বাঁচিয়ে রাখি
ইচ্ছে নৌকায় ভাসি,
গভীর রাত একা একাই
ঘুরে ঘুরে ফিরে আসি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap