বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে খুলনা,পটুয়াখালী ও মৌলভীবাজারে সাম্প্রদায়িক এবং সংখ্যালঘুদের বাড়িঘর ও উপসনালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের সামনে পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দুর্বল নয়, এ সরকার যেন সংখ্যালঘুদের দুর্বল না ভাবে। বঙ্গবন্ধুর দেশে আওয়ামী লীগের শাসনামলে আমাদের উপর হামলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অ্যাডভোকেট ননী গোপাল রায়, সাধারণ সম্পাদক বাবু বিকাশ চন্দ্র হালদার, ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বাবু দুলাল চন্দ্র রায়, ইন্দুরকানী হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক বাবু মিল্টন মন্ডল প্রমুখ।