রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

মঠবাড়িয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেবীর বাসায় হামলার অভিযোগে মামলা ॥ গ্রেপ্তার-৩

মঠবাড়িয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেবীর বাসায় হামলার অভিযোগে মামলা ॥ গ্রেপ্তার-৩

0 Shares

নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাড়ির সীমানার নির্মাণাধীন পিলার ও বসত ঘরে ভাংচুরের অভিযোগে মামলা হয়েছে। উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী মাকসুদা আক্তার বেবী শুক্রবার রাতে ৩ জন নামীয় ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এ মামলাটি করেন। পুলিশ শুক্রবার রাতেই এজাহারভূক্ত আওলাদ মুন্সী (৫৫), জসিম খলিফা (৩০) ও আনসার খলিফা নামে ৩ জনকে গ্রেপ্তার করেছে।
মামলার অভিযোগে জানা যায়, জসিম খলিফার সাথে মাকসুদা আক্তার বেবী’র বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধ্যার দিকে প্রতিপক্ষ জসিম খলিফার নেতৃত্বে ১০-১২ জন লোক ওই সীমানা পিলার ভেঙে ফেলে ও মাকসুদা আক্তার বেবী’র বসত ঘরে হামলা চালিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ও বিভিন্ন মালামাল ভাংচুর করে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জসিম খলিফা সীমানায় পিলার বসানোয় তা সরিয়ে ফেলার কথা স্বীকার করলেও হামলা ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap