শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

মঠবা‌ড়িয়ায় দুইশত বছরের পুরা‌নো জ‌মিদার বা‌ড়ির মূল স্থাপনাটি ধসে প‌ড়ে‌ছে

মঠবা‌ড়িয়ায় দুইশত বছরের পুরা‌নো জ‌মিদার বা‌ড়ির মূল স্থাপনাটি ধসে প‌ড়ে‌ছে

0 Shares

স্টাফ রি‌পের্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালীর সম্ভ্রান্ত রায় বাড়ির( কুলু বাড়ি) ২০০ বছরেরে পুরানো জমিদারি আমলের মূল স্থাপনাটি ধসে পড়েছে।
গতকাল রাতে সাড়ে ১২টার দিকে মূল ভবনের সামনের বিশাল অংশ জুড়ে বিধ্বস্ত হয়।
জমিদারি আমলের এ বাড়িতে নানা কিংবদন্তী আজও জনশ্রুতি হয়ে ফেরে। এ ঐতিহাসিক স্থাপনা মঠবাড়িয়া জনপদে ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। এ নিয়ে সাংবাদিকতা জীবনে বহু লেখালেখি করেছি। তবে আজও রাষ্ট্র এ নিদর্শনের দেখভাল করেনি। এটি দুঃখজনক।
মঠবাড়িয়া জনপদে কুলু বাড়ি জমিদার বাড়, সোনাখালী জমিদার বাড়ি ও সাপলেজা কুঠি বাড়ির মতোন ঐতিহাসিক স্থাপনা গুলো আজ ধংসস্তুপে পরিনত। অথচ রাষ্ট্রের প্রত্নত্বত্ত বিভাগ থাকা সত্বেও অযত্ন অবহেলায় আমাদের ঐতিহ্য এভাবে ধংসস্তুপে পরিনত হচ্ছে! লেখা দেবদাস মজুদার





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap