বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ব্যাটারি চালিত মিশুকের চাকায় পিষ্ট হয়ে চার বছরের মোঃ মেহরাব হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) কাউখালী-ভান্ডারিয়া-বেকুটিয়া সড়কের চিরাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মেহেরাব হোসেন চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মোঃ শাহজামালের ছেলে।
জানা গেছে, বুধবার সকাল ১০টা সময় শিশু মেহেরাব তার মায়ের সাথে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়ালে অপর দিক দিয়ে একটি ব্যাটারি চালিত মিশুক দ্রুতগতিতে এসে শিশুটির উপর দিয়ে চালিয়ে চলে যায়। এসময় শিশুটিকে মারাত্মক আহত অবস্থায়ত কাউখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুপুর এক টার সময় চিকিৎসাধীন অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মৃত্যু হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিরত করেছেন।