বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

নঈম নিজাম সহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ইন্দুরকানীতে বিএমএসএফ’র মানববন্ধন

নঈম নিজাম সহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ইন্দুরকানীতে বিএমএসএফ’র মানববন্ধন

0 Shares

ইন্দুরকানী বার্তা:
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও বিএমএসএফ এর সহ-সভাপতি সাইদুর রহমান রিমন সহ এগারো সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইন্দুরকানী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিএমএসএফ’র ইন্দুরকানী উপজেলা সভাপতি আলমগীর কবির মান্নু,সাধারণ সম্পাদক দিবাকর দত্ত পুলিন,ইন্দুরকানী প্রেসক্লাবের সদস্য শহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএমএসএফ’র যুগ্ম-সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম টিটু,সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন কুমার রাজ,নির্বাহী সদস্য সফিকুল ইসলাম রিপন,ঢাকা জেলা উত্তরের সদস্য নাসরুল্লাহ আল ক্বাফি ইন্দুরকানী ছাত্র কল্যাণ পরিষদের যুগ্ন আহবায়ক ইভান ইসলাম নুর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন সহ ১১জনের বিরুদ্ধে চট্রগ্রামে মানহানি মামলার তিব্রনিন্দা জানাচ্ছি। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

এসময় বক্তারা আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের টুঁটি চেপে ধরার জন্য যে ডিজিটাল আইন করা হয়েছে। এই ডিজিটাল আইন বাতিল করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করছি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap