শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

ঋণ

ঋণ
শিরিনা আফরোজ

রাত জেগে আকাশের
তারাদের সাথে কথা বলা,
ছবির ফ্রেমে ঝুলিয়ে রাখা
শুকনো ফুলের মালা.
আসলেই অর্থহীন।
বাঁচো প্রান খুলে
হাসো স্মৃতি ভুলে,
জীবনের আয়ু নয় খুব বেশি দিন।

ভালোবাসা যদি দোষের হয়ে যায়,
ভালোবাসা যদি শুধুই কাঁদায়!
বিশ্বাস হারে যদি অবিশ্বাসের কাছে,
তবে আর ভালোবাসার কি দাম আছে?
তার থেকে সেই ভালো বাঁচো মায়হীন।

জীবনকে যে ফাসায়
মিথ্যে প্রতুশ্রুতির জালে।
ছলনায় ভাসায় কেবল
দুই চোখের নোনা জলে।
আসল নয়তো সে, নকলের বেশে
দুকূল ভেঙে দেয় নীরবে হেসে।
তাঁর কাছে রাখতে নাই
অতীতের ঋণ।
ভালো যে বাসেনাই আসলে কোনদিন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD