সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

অভিমানী

অভিমানী

0 Shares

অভিমানী
শিরিনা আফরোজ

আপনার থেকেও আপন আমার,
…প্রানের থেকে প্রিয়।
চিঠি লিখেছি আকাশের
ঠিকানায় উত্তর কিন্তুু দিও।
তোমার বাগানে আমি তো আসি
ফুল কুড়াতে রোজ।
কত ছলে কত কৌশলে
নিয়ে যাই তোমার খৌঁজ।
সেদিন তোমার বারান্দার
এক নয়ন তারা বল্ল আমায় ডেকে,
কিছু একটা খুঁজে ফেরো
ক্ষনিক থেকে থেকে।
পেয়েছো কি মনের উত্তর
সেখানে কে আছে?
নাকি এখনও মনটা তোমার,
দ্বিধায় থমকে গেছে।
দূর আকাশে তাকিয়ে দেখো
একটা সুখ তারা।
একলা একা ভেসে বেড়ায়
সঙ্গী সাথাী ছাড়া।
না বলা অনেক গল্প তার
স্মৃতির মত ভাসে।
সেই তারাটা শুধু নাকি
তোমার সাথেই হাসে।
নইলে নাকি গভীর মেঘ
বৃষ্টি সমান পানি।
গুমরে গুমরে একাই কাঁদে
বড্ড অভিমানি।
দিন কেটে যায় মাস কেটে যায়
চিঠির উত্তর নাই।
এ জনম কি বৃথাই যাবে?
সঠিক জবাব চাই।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap