শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

ইন্দুরকানীতে করোনা রোগীদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হল ফ্রি অক্সিজেন ব্যাংক

ইন্দুরকানীতে করোনা রোগীদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হল ফ্রি অক্সিজেন ব্যাংক

0 Shares

ইন্দুরকানী বার্তা:
দিন কিংবা রাতে যেকোন সময় ফোন করলেই ইন্দুরকানী উপজেলার যেকোনো প্রান্তে করোনায় আক্রান্ত হওয়া তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদের কাছে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। আর এজন্য ইন্দুরকানী উপজেলা প্রশাসন এর উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে চালু করা হয়েছে ফ্রি অক্সিজেন ব্যাংক।
করোনায় আক্রান্ত রোগীদের জন্য এ ধরনের মানবিক সেবার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। আর এ মানবিক সেবামূলক কাজে হাত বাড়িয়েছেন দুটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এক শিল্পপতি।
এ অক্সিজেন ব্যাংকে সিলিন্ডার দিয়ে সহযোগিতা করেন উপজেলা আওয়ামীলীগ,জাতীয় পার্টি জেপি এবং একজন বিশিষ্ট শিল্পপতি।
বিশেষ এ সেবা কার্যক্রমের আজ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার বলেন, করোনা আক্রান্ত রোগীদের তীব্র শ্বাসকষ্ট হলে অক্সিজেনের প্রয়োজন হয়। এ সংকট থেকে সাধারণ জনগণের জীবন রক্ষা করতে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিবে অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীরা। এ জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে অক্সিজেন ব্যাংক খোলা হয়েছে।
আপাতত ৫টি সিলিন্ডার নিয়ে কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও সিলিন্ডারের ব্যবস্থা করা হবে। দিন কিংবা রাতে ০১৩২১১৩৪০৩২ একটি ফোন করলেই উপজেলার যেকোনো প্রান্তে রোগীদের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে।’





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap