বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

প্রস্থান

প্রস্থান

0 Shares

প্রস্থান
শিরিনা আফরোজ

অহঙকারের আগুনে পুড়ে ছাই
বত্রিশ হাজার বর্গমাইল কাঁশবন।
অভিমানের দহনে ভেঙে
তিনশত বত্রিশ টুকরো বিবাগী মন।
কোটি তারায় আসমান ভরা অথচ
চাঁদের মধ্যখানে ফাটল বিষাদ ভাঙন।
আসলে সব ই ফাঁকি
কখনও আলো কখনও আঁধারের উকি।
শুধু আসা আার যাওয়া।
শুধু উজান বাওয়া,
কিছু চাওয়া কিছু পাওয়া
কখনও এপার ওপার
দুই পারেই বন্ধ খেয়া।
ভুমিষ্ট হওয়ার দিন কেঁদে ছিলাম
কতোটা চিৎকারে তা আজ মনে নাই।
কিন্তুু সেদিন ভিষন কেঁদেছি,
যেদিন বাবাকে দিয়েছি শেষ বিদায়।
তার পর মা ও গেলো চলে।
যাকে আজও খুঁজে ফিরি
বেলা ফুরোলে।
সময়ের ডাক এলে
প্রিয়জন যায় চলে।
পাথর দৃষ্টি স্থির তাকিয়ে রয়,
পরিস্থিতির প্রয়োজনে
পৃথিবী ও নির্মম নির্দয় হয়।
আপনি,, আমি ও সে
সবাই কে ই তো জেতে হবে,
আহা মৃত্যু মহা সত্যের
কি পবিত্র আহব্বান!
কি প্রসান্তি! কি সুন্দর চিরো প্রস্থান।
মৃত্যুরে করি না ডর।
বিশ্বাস করুন আমার কাছে
প্রচন্ড আপন মনে হয়
চিরোস্থায়ী অন্ধকার ওই ঘর।
এই দালান কোঠা, বৈধ অবৈধ সম্পদ
আত্মীয় স্বজন, আপন জন
কিছু কি সঙ্গী হয়।
পরোপারের যাত্রাপথে
কেউ কারো সাথী নয়।
তবুও লোভ, তবুও ক্ষোভ
তবুও জীবন মোহময়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap