শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

রংপুরে নিষিদ্ধ হলো আট পত্রিকার প্রকাশনা

রংপুরে নিষিদ্ধ হলো আট পত্রিকার প্রকাশনা

0 Shares

অনলাইন ডেস্ক:
রংপুর জেলা থেকে প্রকাশিত ৮টি পত্রিকার মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক পত্রিকা। দীর্ঘদিন ধরে প্রকাশনা অব্যাহত না থাকায় আইন অনুযায়ী এসব পত্রিকার প্রকাশনা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।

পত্রিকাগুলো হলো দৈনিক গণআলো (প্রকাশক সেরাফুল হোসেন), দৈনিক নতুন স্বপ্ন (প্রকাশক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ), দৈনিক বাহের সংবাদ (প্রকাশক সৈয়দা নাসরিন সুলতানা), দৈনিক রংপুর চিত্র (প্রকাশক এ এস এম রুবাইয়াত ফারমান), সাপ্তাহিক উত্তরের হালচাল (প্রকাশক শাহ আলম কবির), সাপ্তাহিক তুফান (প্রকাশক আব্দুল হালিম আনছারী), সাপ্তাহিক কাউনিয়া (প্রকাশক শাহ মোব্বাসারুল ইসলাম) ও সাপ্তাহিক সমর্থন (প্রকাশক দেবাশীষ দাস)।

রংপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন-১৯৭৩ অনুসারে নিষিদ্ধ পত্রিকাগুলো তিন মাস বা তার অধিক সময় যাবৎ প্রকাশিত হয়নি। এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশক পত্রিকার প্রকাশনা অব্যাহত না রাখার কারণ জানাতে ব্যর্থ হয়েছে। এ কারণে আইনের ৯ ধারার (৩-ক) উপধারার বিধান মোতাবেক ওই আটটি পত্রিকার ঘোষণাপত্র বাতিল করে পরবর্তী মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক আসিব আহসান জানান, পত্রিকাগুলো দীর্ঘদিন থেকে প্রকাশ হচ্ছিল না। তাদের কাছে জবাব চাইলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই আইন অনুযায়ী চিঠি দিয়ে পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap