মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন
সিরাজুল ইসলাম টিটু:
ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় চন্ডিপুর বাগারহাট আজিজিয়া দাখিল মাদ্রাসার হল রুমে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সূর্যমুখী ফসলের হাইসান- ৩৩ জাতের উপরে আলোচনা করা হয়। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ শেখ তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপেজলা ভাইস- চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাগা। এসময় আরো উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃ রহিম খান,চন্ডিপুর ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম টিটুসহ চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন কৃষক।