শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে নিরাপদ মাতৃত্ব ও মা-শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়নে কর্মশালা

ইন্দুরকানীতে নিরাপদ মাতৃত্ব ও মা-শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়নে কর্মশালা

0 Shares

ইন্দুরকানী বার্তা:
গ্রাম পর্যায়ে নারী ও শিশুদের স্বাস্থ্য ও মানসিক উন্নয়নে পিরোজপুরের ইন্দুরকানীতে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খোজুরতলা বাজারের বঙ্গবন্ধু পাঠাগারে পত্তাশী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪০ জন নারী ও পুরুষদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। কর্মশালায় নিরাপদ মাতৃত্ব,মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা,কিশোরীদের মাসিক সমস্যা,যৌতুক ও বাল্যবিবাহ,দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা ইত্যাদি সামাজিক সমস্যা থেকে মুক্তি ও সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন,ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নিয়াজ মোঃ মেহেদি হাচান। এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ শাহ আলম।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap