শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

ইন্দুরকানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন

ইন্দুরকানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন

0 Shares

মোঃ শাহাদাত হোসেন বাবু:
পিরোজপুরের ইন্দুরকানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো:সাজ্জাদ হোসেন। বুধবার রাতে অষ্টমীতে ইন্দুরকানী বাজারের কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন তিনি। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির সদস্যবৃন্দ।
পরে বাবু ননী গোপাল চন্দ্রের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো:সাজ্জাদ হোসেন,বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,ইন্দুরকানী ইউনিয়ন আ.লীগের
সাধারন সম্পাদক আঃ আজিজ হাওলাদার,মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবু শ্রী মিল্টন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন এডিসি,পিরোজপুর সদর উপজেলার ইউএনও মো:বশির আহম্মেদ,ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম,ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ মো:হুমায়ুন কবির,উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির মান্নু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু প্রমুখ।

এসময় প্রধান অতিথি আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন” এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার,উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি রক্ষা করে যুগ যুগ ধরে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে।
এসময় সবাইকে তিনি শারদীয় শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে মন্দিরটির উন্নয়নের জন্য আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে ইন্দুরকানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দির কমিটির হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap