শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:০০ অপরাহ্ন

ইন্দুরকানীতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর ছাত্রী

ইন্দুরকানীতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর ছাত্রী

0 Shares

ইন্দুরকানী বার্তা:
ইন্দুরকানীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী।
জানা যায়,ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামের মোঃ শহিদুল ইসলামের মেয়ে মোসাঃ সাদিয়া আক্তার (১১) এর সাথে পার্শ্ববর্তী মোড়েলগন্জ উপজেলার শানকিভাঙ্গা গ্রামের এক ছেলের সাথে রবিবার বিবাহের দিন ধার্য করা হয়। সাদিয়ার স্কুলের ৩০ নং চরবলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম ও সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে অবহিত করেন। সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আহসান উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমকে নিয়ে কনে সাদিয়ার পিতার বাড়িতে উপস্থিত হয়ে উক্ত বিয়ে পন্ড করে দেন। এ বিষয়ে সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম বলেন কনে সাদিয়া আমাদের স্কুলের পঞ্চম শ্রেনীতে লেখাপড়া করে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap