বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
‘মুজিববর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার’ এ শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদকদ্রব্য অধিদপ্তরের মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের পিরোজপু জেলা স্টেডিয়ামে এ খেলার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এ্যাড . আব্দুল হাকিম হাওলাদার, এ অনুষ্ঠানে জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন সঞ্চালনা করে৷
এ সময় পিরোজপুর সদর উপজেলা ও মঠবাড়িয়া উপজেলার ভিতরে এ ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়৷ এ সময় পিরোজপুর সদর উপজেলা মঠবাড়িয়া উপজেলা কে ১ গোলে হারায়৷ খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।