বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে সিবিওর উপকার ভোগীদের মাঝে চলাচল সহজীকরন সামগ্রী বিতরন

ইন্দুরকানীতে সিবিওর উপকার ভোগীদের মাঝে চলাচল সহজীকরন সামগ্রী বিতরন

0 Shares

দিবাকর দত্ত পুলিন:
পিরোজপুরের ইন্দুরকানীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই ও রিকল ২০২১ প্রকল্প এর আয়োজনে প্রকল্পের উপকার ভোগীদের মাঝে চলাচল সহজীকরন সামগ্রী বিতরন করা হয়। অক্সফ্যাম বাংলাদেশ এর সহযোগিতায় গতকাল বিকালে ইন্দুরকানী উপজেলা সভাকক্ষে এ সকল সামগ্রী বিতরণ হয়।
বিতরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড.এম মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ও ডাক দিয়ে যাই রিকল প্রকল্প সনম্বয়কারী কৃষিবিদ আব্দুল বারি।
এসময় প্রকল্পের ২২ জন উপকার ভোগীদের মাঝে হুইল চেয়র, ক্রাস, ক্রেস, লাঠি,কোমরের বেল্ট প্রদান করা হয়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap