মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

ইন্দুরকানীতে শিক্ষার্থীদের করোনার ফাইজার ভ্যাকসিন প্রদান শুরু

ইন্দুরকানীতে শিক্ষার্থীদের করোনার ফাইজার ভ্যাকসিন প্রদান শুরু

0 Shares

 

মিঠুন কুমার রাজ, স্টাফ রিপোর্টারঃ
ইন্দুরকানীতে ১২ বছর থেকে ১৮ বছর বয়সের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজারেরও বেশি শিক্ষার্থীদের মাঝে ফাইজার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে ২৮ ডিসেম্বর থেকে। আগামী নতুন বছরের ৮ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, টিকা কেন্দ্রে টিকা দিতে আসা প্রতিটি শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আনন্দের সাথে টিকা দিচ্ছে। আমরা প্রতিটি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ যাচাই-বাছাই করে টিকা কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি দেই। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের সাথে সহায়তা করছেন।

শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তাঁরা বলে, আমাদের প্রথমে টিকা দিতে ভয় করলেও যখন কক্ষে ভিতরে গিয়ে টিকা গ্রহণ করি তখন সেই ভয়টি দূর হয়ে যায়।

কোভিড ১৯ টিকাদান কার্যক্রমে সহায়তা করেন উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ইন্দুরকানী। টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইন্দুরকানী।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap