শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর

0 Shares

ইন্দুরকানী বার্তা:

এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে পিরোজপুর সবার শীর্ষে রয়েছে। আর সবার নিচে রয়েছে ভোলা। ভালো ফলাফলে এগিয়ে আছে ছেলেরা। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই গত বছরের থেকে বেড়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এসএসসির ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পিরোজপুরে এ বছর পাসের হার ৯২ দশমিক ২৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল জেলা। এ জেলার পাসের হার ৯০ দশমিক ৯২ শতাংশ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে বরগুনা ও ঝালকাঠি। পঞ্চম অবস্থানে আছে পটুয়াখালী। আর সবার নিচে আছে ভোলা। এ জেলায় এবার পাসের হার ৮৭ দশমিক ১০ শতাংশ।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৩ হাজার ৬ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৯১৭ জন। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৫১ হাজার ৪৬৩ জন ছেলে এবং ৫০ হাজার ৪৫৪ জন মেয়ে। পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। আর জিপিএ–৫ পেয়েছে ১০ হাজার ২১৯ পরীক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই গত বছরের থেকে বেড়েছে। ২০২০ সালে পাসের হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পায় ৪ হাজার ৪৮২ জন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap