শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

বাউলের বেশে পলাতক ‘খুনি’

বাউলের বেশে পলাতক ‘খুনি’

0 Shares

ইন্দরকানী বার্তা:
একাধিক হত্যা মামলার আসামি সেলিম ফকির ওরফে হেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মিউজিক ভিডিওতে ফকির বেশে থাকা সেলিম প্রকৃতপক্ষে সিরিয়াল কিলার বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বুধবার রাতে সেলিম ফকিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে বৃহস্পতিবার ব্রিফিং করা হয়।

র‍্যাব জানায়, দেশের বিভিন্ন এলাকায় সেলিম ফকিরের বিরুদ্ধে হত্যা মামলা আছে। সেলিম অন্তত তিনটি হত্যায় জড়িত, যার মধ্যে দুটি উত্তরবঙ্গের। একটি মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে।

পলাতক জীবনে সেলিম নিজেকে আড়াল করতে বাউল ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। তথ্য অনুসন্ধান ও নজরদারির পর বুধবার ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেলিম নিজেকে বাউল সেলিম, হেলাল হোসেনসহ বিভিন্ন নামে পরিচয় দেন। বাড়ির ঠিকানা বলেন একেক সময় একেক রকম। বাউল পরিচয়ে বিভিন্ন মাজার বা রেলস্টেশনে থাকতেন তিনি। মূলত বাউল সেজে মিউজিক ভিডিও করতে গিয়েই তিনি র‍্যাবের জালে আটকে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গান ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ বেশ জনপ্রিয়তা পায়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap