মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

চিঠি

0 Shares

চিঠি
শিরিনা আফরোজ

এবার বসন্তে চৌদ্দ লাইনের
একখানা চিঠি দিও।
চিঠির প্রথম লাইন থেকে তের লাইন পর্যন্ত
লিখতে পার যা কিছু মনে আসে,
কিন্তুু উপসংহারে পূর্ণতা দিও ভালবেসে।
এবার বসন্তে মনের দরজা দিও খুলে
জমানো কষ্ট, অভিমান , অনুরাগ
দুঃখ যন্ত্রনা, যেও ভুলে।
এবার বসন্তে এঁকে দিও অসমাপ্ত ছবি
মনের ডায়রিতে কবিতা লিখ
সময়ের সুযোগ্য কবি।
এবার বসন্তে সুধরে নিও পুরান সব ভুল
এবার দিও ১০৮টা লাল গোলাপ ফুল।
এই বসন্ত ভিন্ন রকম স্বপ্ন রঙে রাঙা
চিঠির ভাষার শব্দ স্বাধীন
ভালবাসা বাধভাঙা।
এই বসন্তে আগমনি গল্প
জোয়ার জলের মত।
কবিতার প্রানে প্রজাপতি প্রেম,
ভালবাসা অবারিত।
শিমুল ফোটা পলাশ ফোটা
মিষ্টি সকালের গান।
এবার বসন্ত ব্যাথা ভোলা কাব্য
ভুলে যাওয়া অভিমান।
পাথরে যদি প্রান আনে চৌদ্দ লাইনের চিঠি
তবে কেন নয় ভালবাসাময় আবেগী খুনসটি।
ভেঙে যায় বাঁধ হাতে রেখে হাত
গল্পের সূচনা আগমনি সুরে।
রঙিন খামে রঙিন চিঠি উড়ছে শহর জুড়ে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap