বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন

লন্ডনের রামসগেট সিটি মেয়র ব্যারিস্টার রৌশন ৫ দিনের সফরে পিরোজপুরে

লন্ডনের রামসগেট সিটি মেয়র ব্যারিস্টার রৌশন ৫ দিনের সফরে পিরোজপুরে

0 Shares


ইন্দুরকানী বার্তা:

লন্ডনের রামসগেট সিটি মেয়র ব্যারিস্টার রৌশন আরা রহমান এবং তার স্বামী রেজাউর রহমান জামান ৫ দিনের সফরে বুধবার (৯ মার্চ) পিরোজপুরে পৌঁছেছেন।

দুপুরে তারা হেলিকপ্টারযোগে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্জ হাবিবুর রহমান মালেক তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

১০ মার্চ বৃহস্পতিবার বিকালে পিরোজপুর পৌর মেয়রের উদ্যোগে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন ব্যারিস্টার রৌশন।

১১ মার্চ সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে পিরোজপুর ইয়ুথ সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে জেলার ইন্দুরকানি উপজেলায় একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিশুদের সঙ্গে সময় কাটাবেন এ দম্পতি।

পিরোজপুরের পুত্রবধূ মেয়র ব্যারিস্টার রৌশন আরা রহমানের স্বামী রেজাউর রহমান জামানের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।

লন্ডনের রামসগেট শহরের মেয়র ব্যারিস্টার রৌশন আরা রহমানের জন্ম সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর কাঁঠাল বাগান গ্রামে। ১৯৬৭ সালে ১৩ বছর বয়সে প্রকৌশলী বাবার হাত ধরে যুক্তরাজ্যে পাড়ি জমান রৌশন আরা।

রৌশন আরা লেখাপড়া শেষে যুক্তরাজ্যে হোটেল ব্যবসা শুরু করেন এবং লেবার পার্টির রাজনীতিতে যোগ দেন। এরপর রামসগেট শহরের কমিশনার নির্বাচিত হন। ২০১৭ সালে লেবার পার্টির ব্যানারে পার্লামেন্ট নির্বাচন করেন। সেবার সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও ২০১৯ সালের ১৪ মে যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র নির্বাচিত হন তিনি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap