শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব (১৭ বালক) ফাইনালে পাড়েরহাট চ্যাম্পিয়ন

ইন্দুরকানীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব (১৭ বালক) ফাইনালে পাড়েরহাট চ্যাম্পিয়ন

0 Shares

মো:শাহাদাত হোসেন বাবু:
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব (১৭ বালক) ফাইনালে ইন্দুরকানী সদর ইউনিয়নকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পাড়েরহাট ইউনিয়ন হয়েছে।
শনিবার সকালে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ টি ইউনিয়ন জাতীর পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ (বালক) খেলায় অংশগ্রহন করে।
সকাল ১০ টায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মতিউর রহমান খেলার উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন মাঠে নক আউট পদ্ধতিতে ট্রাইব্রেকারে ইন্দুরকানী সদর ইউনিয়ন ৪-২ গোলে বালিপড়া ইউনিয়নকে হারিয়ে এবং পাড়েরহাট ইউনিয়ন ৩-২ গোলে চন্ডিপুর ইউনিয়নকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
বিকেল ৪ টায় জাতীর পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব (১৭ বালক) ফাইনাল অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাড়েরহাট ইউনিয়ন একাদশ ১-০ গোলে ইন্দুরকানী সদর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয়।
পরে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি এম মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মৃধা মো: মনিরুজ্জামান,পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার, উপজেলা জেপির যুগ্ন-আহবায়ক কাওসার আহম্মেদ দুলাল,যুবলীগের-যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন হাওলাদার প্রমুখ।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap