শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

নেছারাবাদে আ.লীগের বর্ধিতসভায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

নেছারাবাদে আ.লীগের বর্ধিতসভায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

0 Shares

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢোকার সময় আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে স্লোগান নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- শুভ (২৫), সাজ্জাদ হোসেন (২৫), মো. আলিফ হোসেন (২৬), সিরাজুল ইসলাম (৩৫) এবং শহিদুল ইসলাম (৪০)। আহতের প্রথমে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি আবির হাসান জানান, বর্ধিত সভায় আসার পথে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে লাঠি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজনের মাথা ফেটেছে বলে শুনেছি। এ বিষয়ে থানায় কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস প্রমুখ।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap