রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তি এবং দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাউখালী উপজেলা আওয়ামী লীগ।
শনিবার বিকেলে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুস শহীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ খান খোকন,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মৃদুল আহমেদ সুমন, ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম খোকন প্রমুখ।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা প্রকাশ্যে হুমকি দেবেন, আন্দোলনের নামে শিক্ষাঙ্গন গুলোতে নৈরাজ্য ও দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন তা আমরা জীবন থাকতে কখনো হতে দেবনা।