বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ইন্দুরকানী উপজেলা জাতীয়তাবাদী যুবদল। শনিবার বিকেলে বিএনপির উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির উপজেলা সভাপতি আবদুল লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, যুগ্ম সম্পাদক এইস এম ফরিদ আহমেদ, প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, দপ্তর সম্পাদক মোস্তান হাফিজ, বিএনপি নেতা এইস এম ফারুক হোসাইন, যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ছাত্রদলের আহবায়ক আল আমিন হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, জাসাস সদস্য সচিব ওবাইদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় ও দলের নেতৃবৃন্দের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।