শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

রাস্তায় কোরবানির গরু দেখতে যেয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

রাস্তায় কোরবানির গরু দেখতে যেয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

0 Shares

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে রাস্তায় কোরবানির গরু দেখতে গিয়ে অটোরিক্সার চাপায় আমিনা খানম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) সকালে উপজেলার ইন্দেরহাট দৈহারী চিলতলা বাজারের সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা স্থানীয় করফা গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জনৈক ব্যক্তি ওই রাস্তা দিয়ে কোরবানির একটি বড় গরু নিয়ে যাচ্ছিলো। আমিনা ওই গরুটি দেখার জন্য রাস্তায় এলে দেহারীগামী একটি অটো রিক্সা তাকে চাপা দিলে আমিনা গুরুতর আহত হয়। স্থানীয়রা আমিনাকে আহত অবস্থায় উদ্ধারকরে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল যাওয়ার পথে আমিনার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা অটো রিক্সার চালম ইমরান হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। ইমরান উপজেলার সোহাগদল গ্রামের আকন বাড়ির মো. হারুনের ছেলে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মাদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। অটো রিক্সার চালক ইমরান হোসেন পুলিশ হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

উল্লেখ্য, গত মাস দুয়েক পূর্বে একই স্থানে ইব্রাহিম হোসেন (১১) নামে এক শিশু বউ গাড়ীর চাপায় মারা যায়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap