শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন

অহংকার

অহংকার

0 Shares

অহংকার
শিরিনা আফরোজ

আমি আমার প্রিয়জনকে
একটু একটু করে মৃত্যুর দিকে এগুতে দেখেছি!
আমার হাতের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এহকজন অসুস্থ বাবা!
আর শেষ যাত্রায় মাকে আমি
নিজের হাতে গোসল করিয়েছি!
তাই অনিবার্য মৃত্যু নিয়ে আমার
তেমন কোন ভয় নাই।
আপনি বা আপনারা বলতে পারবেন কেউ
আমি কারও সাথে কথার খেলাপ করেছি?
অন্যায়,বা প্রতারনা করেছি,
দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দিয়েছি?
অথবা অসভ্য ইতরের আচরন করেছি?
পারবেন না কারন আমি সারা জীবন
নিজে ঠকে অন্যকে জিতিয়ে এসেছি!
আমার ক্ষতির জন্য কত রাত ঘুম হয়নি আপনাদের
মাকড়সার জালের মত কত ষড়যন্ত্রের জাল বুনেছেন
কত টাকা খরচ করেছেন! পশুর দরে মানুষ কিনেছেন
আমি সে সকল গল্প জানি!
সব থেকে বড় কথা এই আমি খুব
বেশি আপনাকে এবং আপনাদের চিনি।
আজকাল আমার কবিতার মধ্যেও হানা দিতে চান
কবিতা আমার নিজস্ব আবেগ অনুভুতি
ভাললাগা, ভালবাসা ব্যাথা বেদনায় অঙকুরিত
চারা গাছের মত, কিছুটা সদ্য ভূমিষ্ট হওয়া
সন্তানের মত! আমার একান্ত এই টুকুন আছে
আয়নায় দাড়িয়ে প্রশ্ন করেছেন কখনও বিবেকের কাছে
কি কি করেছিলাম আপনাদের জন্য?
অথচ আমার সমস্ত ত্যাগ, শ্রম, ভালবাসা
হয়ে গেল অতি তুচ্ছ! অতিব নগন্য?
সে জন্য বিন্দু দুঃখ বোধ নাই
কারন আমি জানি সমাজের কিছু মানুষ এমনই।
যাদের শ্রমের, রক্ত ঘামের উপর দাড়িয়ে প্রাসাদ গড়ে
তাদের ই পদদলিত করতে দ্বিধা হয়না।
তাদের ই সামান্য সুখ শান্তি শরীরে সয়না।
জানেন মৃত্যু আমাদের প্রত্যেকের হবে
এমনকি আপনার ও।
আমি মনে অনেক প্রসান্তি পাই
আমি অবৈধ ব্যবসা বানিজ্যে জড়িত নই
মাদক, সন্ত্রাস, ভুমিদস্যূতা, প্রতারনা, জ্বালিয়াতি ও
করিনাই কারও সাথে।
আমি আপনার সন্তান সহ সমাজের
বহু সন্তান কে দেখিয়েছি পথ,
আলোক বর্তিকা তুলে দিয়েছি হাতে।
আমি মানুষ গড়বার জন্য
কঠোর পরিশ্রম করেছি দিনেরাতে।
আর আপনি??
বেহুদা অহঙকারে রয়েছেন ডুবে।
মনে রাখবেন কর্মফল ভোগ করতেই হবে।
কত আর কাঁটা বিছাবেন আমার চলার পথে
এতদিনে বোঝা উচিত বিধাতা আছেন সাথে।
শেষ যাত্রার সাবান, লোবান, কাপড়ের ধরন
একই রকম হয়।
জমিদার কিম্বা রাস্তার ফকির সকলের জন্য
একই বরাদ্দ সাড়ে তিন হাতের বেশি নয়।
ধর্মে যদি বিশ্বাস থাকে হিসেব কিন্তুু হবে
কর্মফল প্রত্যেকের ই ছায়া হয়ে রবে।
অহঙ্কারের নিশ্চিত পতন আজ না হয় কাল
অন্যের গলাধাক্কার আগে প্রস্তুুত রাখবেন গাল!





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap